তিনি বিজেপির ভোটে নয়, জিতেছেন তৃণমূলের ভোটে। শনিবার প্রথমবার বিধানসভা এসে এই দাবি করে শাসকদলের ক্ষতকেই উসকে দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। বিধানসভা থেকে বেরিয়েই তিনি জানান, তিনি কংগ্রসের প্রার্থী ছিলেন। বামফ্রন্ট তাঁকে সমর্থন করেছে। আবার তৃণমূলও তাঁকে সমর্থন করেছে। সম্প্রতি সাগরদিঘির হার নিয়ে দলের অন্দরেই রিপোর্ট তৈরি করেছেন খোদ তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের দাবি, সংখ্যালঘু ভোট করে যাওয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন। কিন্তু এদিন কলকাতায় কংগ্রেস বিধায়কের তৃণমূলের সমর্থন পাওয়ার দাবি বেশ চাপেই ফেলে দিল শাসক দলকে।
বিধায়ক পদে তাঁর শপথ কবে ? তা জানতেই মূলত এদিন বিধানসভায় আসেন বাইরন। দেখা করেন কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ও নেপাল মাহাতোর সঙ্গে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজভবন থেকে ছাড়পত্র এলেই বিধায়ক পদে শপথ নেওয়ার জন্য সচিবালয় থেকে তাঁকে ডেকে নেওয়া হবে।
এরপরেই তাঁকে নিয়ে রাজভবনে যান কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখাও করেন তাঁরা। বৈঠক শেষে অধীরের দাবি, খুব দ্রুতই এই ব্যাপারে সমস্যা মিটে যাওয়ার আশ্বাস মিলেছে। তবে বিধানসভা ছাড়ার আগে বাইরন জানান, সাগরদিঘিতে তাঁর প্রথম লক্ষ্য মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। কারণ, মানুষের জোটেই তিনি প্রথমবার বিধায়ক হয়েছে।