ছেলের কথা শুনেই অডি গাড়ি (Audi) কেনার জন্য ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই গাড়ি এখন ব্যবহার করছেন পল্লবী দে-র পরিবার (Pallavi Dey's Family)। এমনই অভিযোগ সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) মা সন্ধ্যা চক্রবর্তীর। রাজারহাটে ফ্ল্যাটের টাকাও সাগ্নিকের পরিবার দিয়েছিল বলে অভিযোগ তাঁর।
সাগ্নিকের মা সন্ধ্যা চক্রবর্তীর অভিযোগ,রাজারহাটের ফ্ল্যাটে একটিও টাকা পল্লবীর দেওয়া নয়। সেই সংক্রান্ত সব কাগজ পুলিশের কাছে জমা দিয়েছে সাগ্নিকের পরিবার। পল্লবী মৃত্যুতে ঐন্দ্রিলা সরকারের প্রসঙ্গ উঠতেই সন্ধ্যা বলেন, "বিষয়টি নিয়ে অন্ধকারে আছি। পল্লবীর বন্ধু ছিল ঐন্দ্রিলা। সাগ্নিক জানিয়েছে, পল্লবীই বারবার ঐন্দ্রিলাকে ফ্ল্যাটে ডাকত মদ্যপান ও আড্ডা দেওয়ার জন্য।"
আরও পড়ুন: সময়ের আগেই নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়
সাগ্নিকের মা জানান, পল্লবীর সঙ্গে লিভ-ইন করার অনুমতি দেয়নি তাঁদের পরিবার। পল্লবীর পরিবারই ওদের দুজনকে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয় বলেও অভিযোগ সাগ্নিকের মায়ের।