অবশেষে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গেল ইডি। কলকাতা থেকে জালিয়ানওয়ালা বাগ- অমৃতসর এক্সপ্রেসে করে সায়গলকে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে দিল্লি যান আধিকারিকরা।
গত ৯ জুন গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তারপর প্রথমে তাঁকে রাখা হয় সিবিআই হেফাজতে। এরপর বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয় সায়গলকে। এরপর তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি।
প্রথম থেকে সায়গলকে হেফাজতে নিলেও তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন আধিকারিকরা। তাঁকে নিজেদের হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ হয় ইডি। সেই মামলা আসানসোল আদালত, কলকাতা হাইকোর্ট, দিল্লির পিএমএলএ আদালত হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এরপর দেশের শীর্ষ আদালত সায়গলের আবেদন খারিজ করে দেয়।
এরপর শুক্রবার সায়গলকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ইডি। কড়া পাহারায় সায়গলকে দিল্লি নিয়ে পৌঁছয় ইডি। তবে, শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে কি না তা জানা যায়নি। দিল্লি হাই কোর্টের নির্দেশে প্রতিদিন বেলা ১১ টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত, দুই রাউন্ডে আগামী ৭ দিন নিজেদের হেফাজতে রেখে সায়গলকে জেরা করবেন ইডির আধিকারিকরা।