৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে সেলুন (Salon) ও বিউটি পার্লার (Beauty Parlor)। শনিবার নয়া নির্দেশিকায় জানিয়ে দিল নবান্ন (Nabanna)।
গত ২ জানুয়ারি রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়, ১৫ জানুয়ারি পর্যন্ত সেলুন, বিউটি পার্লার, সুইমিং পুল, স্পা সবই বন্ধ থাকবে। এতদিন সেই নির্দেশিকাই বহাল ছিল। এবার সেলুন ও বিউটি পার্লারের ক্ষেত্রে ছাড় দিল নবান্ন। তবে রাত ১০টা পর্যন্তই খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত সুজিত বসু, করোনা রুখতে দুই ২৪ পরগনায় তৈরি হল বিশেষ টিম
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড বিধি মেনেই খোলা রাখা যেতে পারে সেলুন ও বিউটি পার্লার। তবে কর্মী ও গ্রাহকদের ভ্যাকসিনের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক। এটা নিশ্চিত করতে হবে মালিক কর্তৃপক্ষকেই।