শনিবারের পর রবিবার সকালেও অব্যবস্থার ছবি শিয়ালদহ স্টেশনে। যদিও ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের ভিড় তুলনায় কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।
শনিবার গন্তব্যে পৌঁছতে না পেরে অনেকেই রাত কাটিয়েছেন শিয়ালদহ স্টেশনে। তাঁদের অভিযোগ, বারবার রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ট্রেন ছাড়ার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি চিকিৎসার জন্য কলকাতায় আসা বিভিন্ন রোগীদেরও খোলা আকাশের নীচে রাত কাটাতে হয়েছে।
Read More- আজ নয় তো কাল, দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার তৈরি করবেই, প্রত্যয়ী তৃণমূল নেত্রী
রেলের তরফে জানানো হয়েছে রবিবার দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। সেকারণে রেলযাত্রীদের ধারণা রবিবার বিকাল থেকে দুর্ভোগ কমবে। স্বাভাবিক হবে শিয়ালদহ উত্তর এবং মেইন শাখার ট্রেন চলাচল।
রেল পরিষেবা বিপর্যস্ত থাকায় বাস ও অটোতে ব্যাপক ভিড় কয়েকদিন ধরেই। এমনকি শনিবার মেট্রোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে।