দল ছাড়তে চেয়ে এবার ফেসবুকে পোস্ট হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক ও হাওড়া গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি সমীর পাঁজা। সমীর পাঁজার সুরে সুর মিলিয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী অরূপ রায়। যা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে।
শনিবার সকাল থেকেই সমীর পাঁজার ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে তৃণমূল বিধায়ক লেখেন, "হ্যাঁ, আমার এই মহান নেত্রীটা আছে বলেই আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে একটা মেকি লিডার হতে চাইনা আমি। না হলে কবেই টাটা বাইবাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে.....?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!"
দলের অন্যতম নেতার এই বার্তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমীর পাঁজার অভিযোহ ও অভিমানকে সমর্থন করেন হাওড়ার আরও এক শীর্ষনেতা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। সমীর পাঁজা দলের সম্পদ। তার হতাশা দুঃখজনক, ও অন্ধের মতো দল করে। দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয় ভাবতে হবে। সমীর ছাড়া হাওড়ায় দল অচল।"