যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই আবহেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করে দেওয়া হল আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের স্ত্রী ডাঃ সঙ্গীতা পালকে। আরজি কর হাসপাতালের অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগে কর্মরত ছিলেন তিনি।
উল্লেখ্য, এদিন সকালেই আর জি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে CGO কমপ্লেক্সে পাকড়াও করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্রের খবর, তাঁকে রাস্তা থেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটে নাগাদ তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সূত্রের মারফত জানা গিয়েছে, আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে তদন্তের জন্য সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিল CBI। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছিলেন। সেকারণে তাঁকে আটক করে CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।