নিয়োগ মামলা আদালতকে অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছিল। হলফনামার মাধ্যমে এই তালিকা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এই দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, প্রথমে ১৩ ডিসেম্বর, তারপর ১৮ ডিসেম্বর ফের আদালতের কাছে হলফনামা জমা দেওয়া হয়েছিল।
গত সোমবার নিয়োগ মামলার রায়ে কলকাতা হাই কোর্ট অভিযোগ করেছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। এদিন আদালতের এই অভিযোগকে উড়িয়ে দিল কমিশন। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, প্রতি ক্ষেত্রে হলফনামা-সহ যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতের হাতে তুলে দেওয়া হয়। গত বছরের ২০ ডিসেম্বর এই ব্যাপারে পূর্ণাঙ্গ তালিকা আদালতের হাতে দেওয়া হয় বলেও জানান এসএসসি চেয়ারম্যান।
একইসঙ্গে তিনি জানান, গত সোমবার কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবারই সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য সরকারও। শীর্ষ আদালতে পৃথক ভাবে মামলা করেছে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।