যাত্রী ভোগান্তি এড়াতে জুন মাস থেকে শিয়ালদহ শাখার সব লোকাল ট্রেনই ১২ বগি হওয়ার কথা ছিল। সেই কারণে কাজও চলছিল দ্রুত। কিন্তু আচমকাই থমকে গেল সেই কাজ। ফলে, শিয়ালদহ শাখায় ১২ বগি ট্রেন কবে ছুটবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
হাওড়ার সব লোকাল ট্রেন ১২ বগির। কিন্তু শিয়ালদহে সেই সুবিধা নেই। ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। ফলে জোর কদমে কাজ চলছিল। মে মাসের মধ্যে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ করে জুনেই বারো কামরার সব ট্রেন চালানোর পরিকল্পনা করেছিল রেল। কিন্তু আচমকাই প্রি-ইন্টারলকিং শুরু হওয়ার আগে বন্ধ হয়ে গেল শিয়ালদহ শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যার্টফর্ম সম্প্রসারণের কাজ।
আরও পড়ুন - রবি-সোম বিক্ষিপ্ত বৃষ্টি, কবে থেকে হাওয়া বদলের সম্ভাবনা? জেনে নিন ওয়েদার রিপোর্ট
জানা গিয়েছে, ভোটের কারণে পিছিয়ে গেল। কারণ এই কাজ চললে ভোটের সময় ট্রেন বিপর্যয়ের আশঙ্কায় থাকছে। কতটা পিছিয়ে গেল তা নিশ্চিতভাবে বলেনি রেল। তবে, মনে করা হচ্ছে ভোট মিটলেই ফের কাজ চালু হবে। যদিও সেক্ষেত্রে জুন থেকেই ১২ বগির লোকাল ট্রেন চলানো সম্ভব হবে কি না তা জানা যায়নি।