দ্রুত সেজে উঠছে শিয়ালদহ মেট্রো(Sealdah Metro)। শীঘ্রই শুরু হবে শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা(East-West Metro Service)। স্টেশনের দেওয়ালে ম্যুরাল করা হয়েছে। প্ল্যাটফর্মে রয়েছে 'প্ল্যাটফর্ম স্ক্রীনিং ডোর'(Platform Screening Door)। তাৎপর্যপূর্ণভাবে এখানে মেট্রো রেকের দু'দিক দিয়েই যাত্রীরা ওঠানামা করতে পারবেন।
মেট্রো রেলওয়ে সূত্রে খবর, ইতিমধ্যেই সমস্ত পরিষেবা সম্পূর্ণ করার দিকে এগোচ্ছেন তাঁরা। শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্তকিছুই থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে(Sealdah Metro Station)। বিশেষ সক্ষমদের জন্য ব্যবস্থা থাকছে টিকিট কাউন্টারগুলিতে। গোটা মেট্রো স্টেশনজুড়ে থাকছে ১৮টি এসকেলেটর। এর পাশাপাশি বিশেষ সক্ষমদের জন্য থাকবে পাঁচটি লিফট। সূত্রের খবর, পয়লা বৈশাখ বা চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে এই মেট্রো পরিষেবা(Sealdah Metro Service)।
আরও পড়ুন- Kolkata Fire: ফ্রি-স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডে মৃত ১, ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ২
অন্যদিকে, আগামী সপ্তাহেই দিন তিনেকের জন্য বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো(East-West Metro Service) জেরে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। শনিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গেছে, ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেক-ফুলবাগান মেট্রো পরিষেবা(Phoolbagan Metro)। ১৬-১৭ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেমের(CTS) সফটওয়্যার আপডেট হবে। পাশাপাশি দু'দিন ধরে রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শন চলবে বলে জানা গেছে।