এতদিন জল্পনার পর, অবশেষে ঠিক হয়ে গেল বিধানসভায় বসার আসনের বিন্যাস। ২৭২ নম্বর আসন বরাদ্দ করা হল জেলবন্দি রাজ্য়ের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জন্য়। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার স্বল্প মেয়াদী অধিবেশন। তার আগে বিধানসভা সূত্রে একথা জানানো হল। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। বাদ গিয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়। বেশ কয়েকজন নতুন মুখকে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী মন্ত্রীদের ট্রেজারি বেঞ্চে বসার সুযোগ দেওয়া হয়। আর প্রাক্তনদের জন্য় বরাদ্দ হয় ট্রেজারি বেঞ্চের পাশের ব্লক। সেই ব্লকেই আসন বরাদ্দ করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের জন্য।
৩০০ নম্বর আসনে বসেন মুখ্যমন্ত্রী। পরিষদীয় মন্ত্রী থাকাকালীন এতদিন মুখ্যমন্ত্রীর পাশেই বসতেন পার্থ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাঁর ছেড়ে যাওয়া আসনে কে বসবেন। রাজ্য বিধানসভা সূত্রে ইঙ্গিত, এবার থেকে ওই আসনে বসতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
গত ২৩ জুলাই রাজ্য়ে স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির অভিযোগ গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। প্রথমে ইডির হেফাজত। তারপর জেল হেফাজতে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তনমন্ত্রী। প্রথমে মন্ত্রিসভা থেকে, পরে সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে, পার্থকে সাসপেন্ড করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা ও দলের কোনও পদে না থাকলেও, এখনও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য জেলবন্দি পার্থ। তাই তাঁর বসার জন্য আসন বরাদ্দ করতেই হত।