প্রথম ঠিক ছিল আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু সেই দিন বদলে নতুন দিনের ঘোষণা করা হল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৫ সালে মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি। ১৪ তারিখ রাজ্যে ছুটি থাকার কারণে, দু দিন এগিয়ে এল মাধ্যমিকের পরীক্ষা।
এই বছরের পরীক্ষা শেষের দিনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০২৫ সালে পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর ওই দিন একসঙ্গে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং সবে বরাত। ফলে রাজ্যের ছুটি।
পর্ষদ জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হয়ে শেষ হবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কোন দিন কী পরীক্ষা থাকবে, তা জানানো হবে এই বছর ফল প্রকাশের দিন।