শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আদালতে ফের নতুন দাবি করল কেন্দ্রীয় সংস্থা ইডি। এদিন ব্যাঙ্কশাল আদালতে এই মামলার শুনানিতে ইডির আইনজীবীর দাবি, প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে প্রাক্তন পর্যদ সভাপতি মানিক ভট্টাচার্যের নেতৃত্বেই। আর তাকে সাহায্য করেছ গ্রেফতার তৃণমূলের হুগলীর যুবনেতা কুন্তল ঘোষ। আদালতে এদিন ইডির আইনজীবী অভিযোগ করেছেন, উত্তরপত্রে বিশেষ সঙ্কেত ব্যবহার করেই এই দুর্নীতি করত মানিক এবং কুন্তল। এই সঙ্কেত যে তদন্তের সময় মিলিছে তা-ও এদিন আদালতকে জানিয়েছে ইডি।
২০১২ এবং ২০১৪ সালে এই সঙ্কেতের মধ্যে দিয়েই প্রাথমিকে নিয়োগ করা হয়েছিল। এদিন আদালতকে ইডি জানিয়েছে, উত্তরপত্রের অনেকগুলি উত্তরের মধ্যে, ঠিক উত্তর দেওয়ার জন্য যে জায়গা নির্ধারিত ছিল, সেখানে ওই সঙ্কেত ব্যবহার করা হয়। পরীক্ষার পর উত্তরপত্রে দেখার সময় ওই সঙ্কেত খেয়াল রাখার জন্য নির্দেশ দেওয়া হত।
মঙ্গলবারই এই মামলায় আদালতে তোলা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। এই মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কুন্তলকে রাখা হয়েছে। সেখানেই মঙ্গলবার কুন্তলের থেকে পার্থ নাকি জানতে চেয়েছিলেন, কেন নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম নিয়েছিলেন কুন্তল।