যাত্রীদের সুবিধার্থে গত কয়েকবছরে তুমুল বদলে গিয়েছে কলকাতা মেট্রো। গণপরিবহনের মানচিত্র বদলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো এই কাজ শেষ হলে। অনেকদিন ধরেই এই রুটে কাজ চলছে। কবে আশার আলো দেখতে পাওয়া যাবে, সেবিষয়ে যদিও সঠিক কোনও তথ্য দিতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্পর্কিত বেশ কিছু তথ্য।
শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। অন্যদিকে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চললেও, বৌবাজারের লাইনে সমস্যার কারণে শিয়ালদহ জোড়া সম্ভব হয়নি। তবে বৌবাজারের রুটের সমস্যা মিটে গেলে বড় সাফল্য পাবে কলকাতা মেট্রো।
সেক্ষেত্রে একইসঙ্গে, জুড়ে যাবে হাওড়া এবং শিয়ালদহর মতো দুটি বড় স্টেশন। জুড়ে যাবে ধর্মতলা, সেক্টর ৫-ও। শোনা যাচ্ছে, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রেল পরিষেবা।
উল্লেখ্য, রাজ্যে লোকসভা ভোটের আগে ইস্ট-ওয়েস্টের এই রুটে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রুট চালুর পর আরও সহজ হয়ে গিয়েছে ধর্মতলা থেকে হাওড়া ময়দানের যাত্রা। কিন্তু অনেক যাত্রীর অভিযোগ ছিল গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। থমকে যায় ইন্টারনেট। সেই সমস্যাও মিটিয়ে ফেলেছে মেট্রো রেল।