শরতের আকাশে তুলোর মতো মেঘের দেখা দিয়েছে। কেমন যেন পুজো পুজো ভাব। নাছোড়বান্দা বর্ষা কাটিয়ে, আকাশে রোদের দেখা দিয়েছে। দিনে রোদ ঝলমলে আবহাওয়া। সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ও বেশি। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে তাপমাত্রা বেড়েছে অনেকটাই।
এদিকে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভারই থাকবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকবে।
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ কমেই এসেছে গতকাল বৃষ্টি হয়েছে মাত্র ০.৬ মিলিমিটার। ৫ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।