পরিবর্তন হতে পারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি। দুভাগে পরীক্ষা নেওয়া হতে পারে। শিক্ষা দফতরকে এমনই প্রস্তাব পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই পদ্ধতি চালু হলে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমেস্টার প্রক্রিয়া।
নতুন নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় পরীক্ষা নেওয়া হবে মার্চ মাসে। এক্ষেত্রে প্রথম পরীক্ষাটি নেওয়া হবে OMR শিটে। এবং দ্বিতীয় পরীক্ষাটি হবে বর্ণনাধর্মী। দুই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফাইনাল রেজ়াল্ট তৈরি করা হবে।
এবিষয়ে উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার জানিয়েছেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া চালু হতে পারে।