মেয়েদের ঐতিহাসিক রাত দখলের ডাকে, স্বাধীনতার মধ্যরাতে তিলোত্তমার বুকে কার্যত নেমে এসেছিল সন্ধে। কিন্তু, অচিরেই সেই প্রতিবাদ কর্মসূচির মোড় ঘুড়িয়ে দেয় আরজি করের ঘটনা। বহিরাগতদের তাণ্ডবে ১৫ অগাস্টের রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। অভিযোগ, এক দল দুষ্কৃতি তাণ্ডব চালিয়ে ভেঙে দেয় হাসপাতালের জরুরি বিভাগ। তছনছ হয়ে গিয়েছে চিকিৎসার সরঞ্জাম।
ঘটনায় রাতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রটে যায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের চারতলায় ফুসফুস এবং চেস্ট বিভাগের সেমিনার রুমে, যেখান থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে যেতে থাকে সোশ্যাল মিডিয়ায়৷
এই দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই সেমিনার রুম অক্ষত রয়েছে। সেমিনার রুমে একটি আঁচড়ও পড়েনি। এই বিষয়ে আর গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে লালবাজার।