দাদা-দিদিদের পরীক্ষায়, ছুটি পাবে ভাই-বোনরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। তারজেরে রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করা হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে অবাক অনেকেই। কারণ, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে প্রাথমিকের ছুটির কী সম্পর্ক, তা নিয়ে আলোচনা চলছে। মূলত, যে স্কুলগুলিতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পঠন-পাঠান হয়, সেই স্কুলে পরীক্ষার সময় প্রাথমিকের শিক্ষকদের কাজে লাগানো হতে পারে। এমনটাই দাবি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে।
তবে দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশির ভাগ প্রাথমিক স্কুলে এই ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওই আট দিন প্রাথমিক শিক্ষকদের পরীক্ষার নজরদারির কাছে লাগানো হতে পারে। সেই ভাবনা থেকেই এই ছুটি দেওয়ার পরিকল্পনা।
এই বছর প্রায় ২ লাখ পরীক্ষার্থী কম নিয়েই শুরু হচ্ছে মাধ্যমিক। বাস, ট্রাম, রেল সব মজুত রাখা হয়ে পরীক্ষার্থীদের জন্য।