দেশজুড়ে মুক্তি পেল 'জওয়ান' (Jawan Released Worldwide)। শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি এবার বাংলায় রেকর্ড গড়েছে। বুধবার রাতে স্পেশাল স্ক্রিনিংও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটায় হয়ে গেল কলকাতায় প্রথম শো (Jawan Showtime Kolkata)। নিউটাউনের মিরাজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল।
মিরাজ ছাড়াও আইম্যাক্সে সকাল ৫টা ৩৫ মিনিটে ছিল জওয়ান-এর শো। মাঝরাত থেকেই শাহরুখ অনুরাগীরা ভিড় করেন প্রেক্ষাগৃহগুলিতে। বৃহস্পতিবারই বাংলার বুকে আরও একটি রেকর্ড গড়তে চলেছে 'জওয়ান'। রায়গঞ্জের একটি হলে রাত ২টো থেকে জওয়ান ছবির শো রাখা হয়েছে।
আরও পড়ুন: জওয়ানের বোধনে বৃহস্পতিবার ঘুম ভাঙছে কলকাতার, হাউসফুল বোর্ড নিয়ে প্রথম শো ভোর ৫টায়
ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত লক্ষ টিকিট বিক্র হয়ে গিয়েছে। ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন, প্রথম দিনই ৭০ কোটির ব্যবসা করতে পারে এই ছবি। বাংলার বুকে দিন পিছু প্রায় ১১০০ শো রাখা হয়েথে। ১১ দিনে শো-এর সংখ্যা ৮৮০০টি। প্রথম দিন বাদে বাকি ক্ষেত্রে ৫০-৬০টি আসন ইতিমধ্যেই উইকেএন্ডে ভর্তি হয়ে গিয়েছে।
এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির আগেই ২৫০ কোটির চুক্তি স্বাক্ষর করেছে জওয়ান। ছবি মুক্তির ২ মাস পর ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে 'জওয়ান'।