সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL), দেখতে কলকাতায় এসেছিলেন বলি বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। এত ব্যস্ততার মাঝেও নিজের ‘দায়িত্ব’ ভুললেন না তিনি। আমাদের শহর তথা গোটা দেশে অ্যাসিড আক্রান্তদের সংখ্যা নেহাৎ কম নয়। তাঁরা তাঁদের লড়াই চালিয়ে যাচ্ছেন। এবার মির ফাউন্ডেশনের সদস্যদের কাঁধে হাত রেখেছিলেন শাহরুখ খান। পাঠান ছবিও তুলেছেন তাঁদের সঙ্গে। শাহরুখের ফ্যানপেজ থেকে সেই ছবি এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে।
কেকেআর এর পাশাপাশি মির ফাউন্ডেশনেরও কর্ণধার শাহরুখ। শাহরুখ খানের বাবা মির তাজ মুহম্মদ খানের নামে এই সংস্থা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে। সমাজের পিছিয়ে পড়া,নির্যাতিতা, অসহায় নারীদের সঙ্গে কাজ করে এই সংগঠন।