আদালতে যাওয়ার পথে মুখ খুললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে সরাসরি জানালেন, নিয়োগ দুর্নীতির 'মাস্টারমাইন্ড' কুন্তল ঘোষ। মিথ্যা অভিযোগ করে কুন্তল সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শান্তনুর অভিযোগ, নিজের টাকা অন্য়দিকে সরিয়ে দিচ্ছেন কুন্তল।
সোমবার সিজিও কমপ্লেক্স থেকে শান্তনুকে নিয়ে আদালতের পথে রওনা দেয় ইডি। ইডি দফতর থেকে বেরোনোর সময় কুন্তলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নিজের টাকা ভিনরাজ্যে সরিয়ে দিচ্ছেন কুন্তল। এজেন্টদের থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন কুন্তল। এমনই অভিযোগ করেছেন শান্তনু।
নিয়োগ দুর্নীতিতে কুন্তলই প্রথম শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ করেন। শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁর একাধিক সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। জিরাটে ধাবা, বলাগড়ের ভাগীরথীর পাশে রিসর্ট আছে তাঁর। ব্যান্ডেলের বাড়ি স্ত্রীর নামে। শুক্রবার শান্তনুকে গ্রেফতার করা হয়।