বাজেট অধিবেশনে (Budget Session) যোগ দিতে দিল্লি গেলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাজেট অধিবেশনের (Budget 2022) পরই সিএএ (CAA) সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
'বিক্ষুব্ধ নেতা'দের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "এরা ৩০ বছর ধরে পার্টিটা করছে। হঠাৎ করে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তৃণমূলে, সিপিএমে বা কংগ্রেসে গিয়ে তো বসেনি। ভারতীয় জনতা পার্টির মন্ত্রীর বাড়িতেই গিয়ে বসেছে। সব বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হবে।"
সিএএ নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। শান্তনু ঠাকুর বলেন, "একটা টাইম ছিল। ৯ জানুয়ারি পর্যন্ত। সেটা পেরিয়েছে। আমাদের মানুষরাই তো ভুক্তভোগী। ওটা ক্লিয়ার না হলে, আমাদের অ্যাসোসিয়েশন আছে। সংগঠন থেকে আমাদের ওপর প্রেসার আসে।"
আরও পড়ুন: 'কাগজমুক্ত' হতে চলেছে এবারের বাজেট, 'হালুয়া উৎসব'-এর বদলে মিষ্টিমুখ কর্মচারীদের
রাজ্য বিজেপির অন্দরে 'বিক্ষুব্ধ নেতাদের' নিয়ে জলঘোলা হয়েছে। জেলা কমিটির তালিকায় অভিজ্ঞ নেতাদের বাদ দেওয়া হয়। তা নিয়ে সেই 'বিক্ষুব্ধ নেতাদের' সঙ্গে একাধিকবার বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।