স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতিতে দুই মিডল ম্য়ানের সাহায্য়েই টাকা তুললেন শান্তিপ্রসাদ সিনহা। এবার আদালতে সেই দাবি করল সিবিআই। বিশেষ আদালতকে সিবিআই জানিয়েছে, স্কুল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শান্তিপ্রসাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন হত নগদে। বিনিময়ে দেওয়া হত নিয়োগপত্র। সেই টাকা যেত মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংয়ের মাধ্যমে। সম্প্রতি নিউটাউন থেকেই গ্রেফতার করা হয় প্রসন্ন এবং প্রদীপকে।
আদালতে সিবিআই দাবি করেছে, এই চক্রে মূলত শান্তিপ্রসাদের নির্দেশেই কাজ করত প্রসন্ন এবং প্রদীপ। অযোগ্যদের সঙ্গে যোগাযোগ করে এসএসসি-র নিয়োগ কর্তাদের সঙ্গে যোগযোগ করাত প্রদীপ। অনেকগুলি ইমেল আইডি পাওয়া গিয়েছে, যেখানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে। কার কথায় তালিকা তৈরি করা হত ? কে নির্দেশ দিতেন ? আর কারা কারা যুক্ত রয়েছেন ? তা খতিয়ে দেখছে সিবিআই।
উল্লেখ্য, বৃহস্পতিবারও আদালতে পেশ করা হয়েছিল শান্তিপ্রসাদকে। তাকে এখনও সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির ঘটনায় ইতিমধ্য়েই রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ গ্রেফতার আট জন। যাদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।