স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় আরও ছয় দিন সিবিআই হেফাজতে শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা। বুধবার তাঁদের আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল সার্ভিসের তদন্তে নেমে সিবিআই তাঁদের গ্রেফতার করেছিল।
এদি সিবিআই আইনজীবী প্রশ্ন তোলেন, উপদেষ্টা হয়েও কী ভাবে এসএসসি নিয়োগে সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদরা। তাঁদের যুক্তি, ধৃত দুই অভিযুক্ত ‘আরও বড় ষড়যন্ত্রের’ সঙ্গে জড়িত। অন্য দিকে, শান্তিপ্রসাদদের আইনজীবীরা যুক্তি দেন, তাঁরা শিক্ষাবিদ। তাঁদের যোগ্যতা দেখেই উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। তাঁরা যা করেছেন, তা নিয়োগকারীদের নির্দেশ পালন করার জন্যই। তাই সিবিআই যদি কথা বলতে চায় তবে যাঁরা নির্দেশ দিয়েছিলেন তাঁদের সঙ্গে বলুক।
আদালতে শান্তিপ্রসাদদের জামিনও চেয়েছিলেন তাঁদের আইনজীবী। কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানান, অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেননি। এই মামলার তদন্তে একের পর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যও অভিযুক্তদের হেফাজতে নেওয়া দরকার।