মধ্যশিক্ষা পর্ষদের অফিসের পর এবার সোজা বাড়িতে সিবিআই (CBI)। সম্পত্তির খোঁজ নিতে শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha) বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সার্ভে পার্কের বাড়িতে আসেন সিবিআইয়ের পাঁচজন আধিকারিক। চালানো হয় তল্লাশি।
সূত্রের খবর, শান্তিপ্রসাদের সম্পত্তি ও তাঁর আত্মীয়দের সম্পত্তির নথির খোঁজে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাঁদের সঙ্গে মহিলা গোয়েন্দারাও আছেন। সম্পত্তি নিয়ে বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদও করছে বলে খবর।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সিবিআই
এর আগে SSC দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। পরে তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়। কিন্তু সেই নথি জমা দেননি শান্তিপ্রসাদ। SSC দুর্নীতি নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। কমিটির তৎকালীন সভাপতি ছিলেন শান্তিপ্রসাদ।
শান্তিপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ যে, আইন অমান্য করে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ ‘সি’ পদে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তিনি। আরও অভিযোগ, শান্তিপ্রসাদবাবু এবং সৌমিত্রবাবু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও শূন্যপদ তৈরি করেছিলেন এবং জাল সুপারিশপত্র দিয়ে ৩৮১টি পদ পূরণ করা হয়েছিল। এছাড়া বেআইনি ভাবে অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরও বাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।