ইউটিউবার রোদ্দুর রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার কলকাতায় সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রোদ্দুর রায় বিষয়টি তিনি জানেন না। তিনি কাউকে গ্রেফতার করার নির্দেশ দেননি। একইসঙ্গে তিনি জানান, শুনেছিলেন অনেকগুলো এফআইআর হয়েছিল, জনমানসেও সমালোচিত হয়েছিলেন। এর বেশি তিনি কিছু বলতে পারবেন না। কারণ, সব কিছু তিনি করেন না।
মূলত কেন্দ্রীয় এজেন্সি, রাজ্যের পুলিশ-সিআইডি, এমনকী সমাজকর্মী তিস্তা সেতলবাদদের গ্রেফতারি প্রসঙ্গেই উঠেছিল রোদ্দুর রায়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন। সেই প্রশ্নের জবাবেই এই উত্তর দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। তিনি জামিনও পেয়েছেন। এই প্রসঙ্গে মমতাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, বিশদে এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
আরও পড়ুন : ডোমকল সহ রাজ্যে তিন বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর
যদিও বিজেপি থেকে নির্বাসিত নেত্রী নূপুর শর্মার গ্রেফতারি নিয়ে এদিন ফের সরব হন তৃণমূল নেত্রী। শনিবারই নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ। এদিন মমতার পাল্টা প্রশ্ন, কেন এখনও গ্রেফতার করা হয়নি নূপুরকে ?