আনন্দের দিন। হাওড়ায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জোকা-তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro) উদ্বোধন নিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনি জেনে খুশি হবেন, এটা আমার কাছে আনন্দের দিন। আমার স্বপ্নের প্রকল্প ছিল। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তারাতলা-জোকা মেট্রোর প্রকল্প উদ্বোধন করেছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও ছিলেন।
আরও পড়ুন: 'ড্রামাবাজ', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর
এদিন অনুষ্ঠানে প্রাক্তন কলকাতা পুরসভার চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, তৎকালীন মেয়রই সব জমি সংগ্রহ করেছিলেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।