প্রথমবার সরাসরি জনরোষের মুখে সন্দেশখালির ঘটনায় ধৃত শেখ শাহজাহান। শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। হাসপাতালে শেখের এন্ট্রি হতেই, সরগরম হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ‘চোর চোর’ স্লোগান ওঠে সন্দেশখালির দাপুটে বহিস্কৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।
Cooch Beher Murder: কোচবিহারের বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ, কী কারণে হামলা?
যদিও শাহজাহান এদিন হাসপাতাল যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্র্রের শিকার। হাসপাতাল চত্বরে শাহজাহান ও বলেন, ‘সব মিথ্যে, চোর সব বিজেপির দালাল’। তবে সাংবাদিকরা যখন পাল্টা প্রশ্ন করেন ‘ওরা কারা’? নিশ্চুপই থেকেছেন শাহজাহান।