উপরওয়ালা তাঁর বিচার করবেন। গ্রেফতারির পর প্রথমবার মুখ খুলে এই দাবি করেছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালির ঘটনায় তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বুধবার এই দাবি ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মুখে। এদিন তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই দাবি করেন তিনি।
এতদিন মাছের ব্যবসার আড়ালে দুর্নীতি করেছেন শাহজাহান। আদালতে এই দাবি করেছে ইডি। ইডির অভিযোগ, এই ব্যবসার পিছনে কয়েকশো কোটি টাকা রোজগান করেছেন ধৃত শাহজাহান। এদিন শাহজাহানের দাবি, মাছের বাইরে তিনি কোনও ব্যবসা করেননি।
তাঁর বিরুদ্ধে মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাতেই ফুঁসেছে সন্দেশখালি। কিন্তু বহিষ্কৃত তৃণমূল নেতার দাবি, তিনি কোনও জমি নেননি। নিলেও সেই জমি ফেরত দিয়েছেন। কারণ, তাঁকে সন্দেশখালির মানুষ এখনও ভালবাসেন।