তৃণমূল থেকে বহিষ্কার শেখ শাহজাহান। বৃহস্পতিবার দুপুরেই তাকে তৃণমূল থেকে ছেঁটে ফেলা হল। বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়। এরপর এদিন তাকে বসিরহাট আদালতে তোলা হয়। ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন তৃণমূল জানিয়েছে, আগামী ছ বছরের জন্য বহিষ্কার শেখ শাহজাহান।
রাজনৈতিক মহলের দাবি, শাহজাহানের উপরে যে খাঁড়া নামছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ, সম্প্রতি আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, সন্দেশখালির এই নেতাকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার দুপুরে তাতেই সিলমোহর বসানো হল।
এরআগে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহানকে। ৫৫দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার প্রকাশ্যে দেখা যায় শাহজাহানকে। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, গত পাঁচ জানুয়ারি ইডির উপর হামলার মাস্টার মাইন্ড।