রিজেন্ট পার্কের(Regent Park) পর এবার তিলজলা(Tiljala)। খাস কলকাতায় আবার চলল গুলি। শনিবার সকালে তিলজলায় গুলিবিদ্ধ হলেন একজন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে তিলজলা থানার(Tiljala Police Station) বিশাল পুলিশবাহিনী।
স্থানীয়দের অভিযোগ, তিলজলার দাড়িখানা মোড় এলাকায় শনিবার সকাল গুলি(Gun Shot) চলে। একইসঙ্গে অনবরত বোমাবাজির(Bombing) শব্দেও কাঁপতে থাকে এলাকা। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় জীবন নামের এক স্থানীয় দুষ্কৃতী(Local Goons)। গুলিবিদ্ধ প্রতিবেশী শিবচরণ রায় ওরফে রাজু পেশায় একজন ট্যাক্সিচালক।
আরও পড়ুন- Kolkata news: বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে বচসা, রিজেন্ট পার্কে গুলিতে মৃত এক
ইতিমধ্যেই ওই ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। রাজু রায়ের বাবা ডাবলু রায়ের হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে৷ রাজুর বাড়ির সামনেও জীবন বোমাবাজি(Bombing) হয়েছে বলে অভিযোগ।