শুক্রবার মধ্যরাতে কলকাতায় চলল গুলি। ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁর নাম এখলাস বেগ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টার কিছু পরেই কিডস স্ট্রিট এবং মির্জা গলিব স্ট্রিটের সংযোগস্থলে গুলি চলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইক রেষারেষির জেরেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। এবং তারপরেই সোনা নামের এক যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
Read More- বড়সড় বিস্ফোরণ মহেশতলায়, ভাঙল বহুতল আবাসনের একাংশ, আহত ৪
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক রেষারেষি নিয়ে শুক্রবার বিকালে একদফা ঝামেলা হয় ওই দুই গোষ্ঠীর মধ্যে। সেসময় মিটে গেলেও তারপর শুক্রবার রাতে ফের অশান্তি শুরু হয়। তখনই গুলি চালানোর অভিযোগ ওঠে।