পরপর সাতজনকে কাটারির কোপ দোকানির। ঘটনার জেরে উত্তেজনা বেহালার সরশুনা এলাকায়। শনিবার ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। কাটারির আঘাতে মহিলা-পুরুষ মিলিয়ে জখম মোট সাতজন।
জানা গিয়েছে, শনিবার বেলা ২টো নাগাদ সরশুনার রাখাল মুখার্জি রোডে এই ঘটনা ঘটে। অভিযোগ, পাঁচিল তোলা নিয়ে এলাকারই এক পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল স্থানীয় এক দোকান মালিকের। শনিবার সেই গোলমাল চরম আকার নেয়। অভিযোগ, দুপুরবেলা বাড়িতে ঢুকে ধারালো কাটারি দিয়ে কোপ মারতে থাকেন পরিবারের সদস্যদের। তাকে বাধা দিতে এসে আক্রান্ত হন মোট সাতজন। এর মধ্যে রয়েছে পাঁচ মহিলা এবং দু’জন পুরুষ।
অভিযুক্তের নাম প্রদীপ অধিকারী দাবি স্থানীয়দের। আহতদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যান সরশুনা থানার আধিকারিকরা। গোটা ঘটনার শুরু করেছে পুলিশ।