আর মাত্র দুই সপ্তাহ বাকি পুজোর। বাজারে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। কিন্তু পুজোর বাজার করতে বেরিয়ে যানবাহনে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এবার পুজোর বাজারের ভিড় সামলাতে শপিং বাসের উদ্যোগ রাজ্য সরকারের। মহালয়া পর্যন্ত পাওয়া যাবে এই শপিং বাসের সার্ভিস।
রাজ্যের পরিবহণ দফতরের মস্তিষ্কপ্রসূত এই শপিং বাস পরিষেবা। জানা গিয়েছে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বাসগুলি। ভাড়া একই থাকবে। প্রতি শনি ও রবিবার শপিং বাস চালাবে পরিবহণ দফতর। রুটও বেছে নেওয়া হয়েছে এমন ভাবেই। যাতে পুজোর বাজার করতে গিয়ে নাকাল না হতে হয় সাধারণ মানুষকে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৯টি রুটে চলবে এই বাস। এসপ্ল্যানেড থেকে হাওড়া- এই রুটো দিনে ৬ বার চলবে শপিং বাস। এসপ্ল্যানেড থেকে ডানলপ, শ্যামবাজার থেকে ব্যারাকপুর কোর্ট, হাওড়া-গড়িয়াহাট-পর্ণশ্রী, গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা, এই রুটগুলিতে দিনে তিনবার করে চলবে শপিং বাস।
পরিবহণ দফতর সূত্রে খবর, যে রুটগুলিতে বাস চালানো হচ্ছে, সেই রাস্তায় পুজোর বাজার করতে মানুষ প্রতি বছর আসে। হাতিবাগান, গড়িয়াহাট, এসপ্ল্যানেডকেই তাই মাথায় রাখা হয়েছে। প্রতি বছর পুজোর মার্কেটিং করতে গিয়ে যে নাকাল হতে হয়, তার জন্য এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর।