পূর্ব মেদিনীপুরের পর এবার কলকাতা। ফের লরির ধাক্কা রাজ্য়ের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাইপাসের উপর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে লরি চালককে। তার নাম রাম নারায়ণ রাম। এই ঘটনায় সামান্য ক্ষতি হয়েছে কনভয়ের মধ্যে থাকা একটি পুলিশের গাড়ি।
সোমবার কালিকাপুর থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে আসে সার্ভে পার্ক থানার পুলিশও। গ্রেফতার করা হয় চালককে। পুলিশ সূত্রে খবর, লরি চালক মদ্য়প ছিল।
আরও পড়ুন : হারানো সোনালি বিকেলগুলোর খোঁজে বহুদিন পর কফি হাউজের আড্ডায় ব্রাত্য-কুণাল
এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, তিনি কনভয়ে ছিলেন। কিন্তু তাঁর সামনে ঘটনাটি ঘটেনি। অর্থাৎ কনভয়ের পিছন দিকে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে লরিটি। চলতি মাসের শুরুতেই আরও একবার দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। ১ জুলাই কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মারিশদার কাছে দুর্ঘটনা ঘটে। তবে বিরোধী দলনেতার গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেটিই দুমড়ে-মুচড়ে গিয়েছিল।