তাঁর মৃত্যু হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগেই। এরমধ্য়েই প্রকাশ্য়ে এল একটি সিসি ক্যামেরার ফুটেজ (Cctv footeg)। একটি সূত্রে দাবি করা হচ্ছে, এই ফুটেজ মধ্য় কলকাতার (Central Kolkata) সেই পাঁচতারা হোটেলের (Hotel), যেখানে এসে থেকেছিলেন প্রয়াত গায়ক কেকে (KK)। সিসি ক্যামেরার এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। তবে ওই ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে, নজরুল মঞ্চে (Nazrul Mancha) অনুষ্ঠান শেষ করে ওই লবি (Loby) দিয়ে হেঁটেই নিজের ঘরে গিয়েছিলেন কেকে। এমনকী, ফুটেজেও দেখা যাচ্ছে তাঁর পরণে ছিল অনুষ্ঠানের সময়ের পোশাক। এমনকী, গলায় ছিল সেই সাদা টাওয়েল, যা দিকে অনুষ্ঠানের সময় বারবার তাঁকে ঘাম মুছতে দেখা যায়।
একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, লিফটে ওঠার আগেই নাকি অসুস্থ হয়ে পড়েন প্রয়াত গায়ক। কিন্তু যে ফুটেজ প্রকাশিত হয়েছে, তাতে এমনটা কিন্তু মনে হচ্ছে না। যখন তিনি হাঁটছিলেন, তাঁর পাশেই ছিলেন ম্যানেজার হিতেশ ভাট। এমনকী ছবিতে দেখা যাচ্ছে, হিতেশের সঙ্গে কথা বলতে বলতেই হাঁটছেন কেকে।
আরও পড়ুন : কেকে-এর মৃত্যু হার্ট অ্যাটাকেই, দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে
এই ঘটনার পর প্রয়াত গায়কের ম্যানেজারের অবশ্য দাবি, নিজের ঘরে ঢুকেই অসুস্থ অনুভব করেছিলেন কেকে। এমনকী সংজ্ঞাও হারিয়েছিলেন। তাঁর ডাকেই হোটেল কর্মীরা ছুটে আসেন বলেও দাবি হিতেশের। এবং হোটেলে তাঁর প্রাথমিক চিকিৎসাও হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে হোটেলের গাড়িতেই নিজে যাওয়া হয়েছিল একবালপুরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ।