অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) শারীরিক সমস্যা কী! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে চিঠি দিয়ে জানাল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, সিবিআইকে (CBI) জানানো হয়েছে, তাঁর বুকে ব্যথা আছে। শ্বাসকষ্টজনিত সমস্যাও আছে। এছাড়া হৃদযন্ত্রজনিত (Heart Issues) বেশ কিছু সমস্যা আছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। তাঁর রক্তচাপও বেশি আছে বলেও হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি আরও কিছু পরীক্ষা হয়েছে তাঁর। সেসব রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি।
এসএসকেএম হাসপাতালের সুপার পীযূষ রায় জানান, অনুব্রত মণ্ডলের সুগারের মাপকাঠির ওপরেও নজর রাখা হচ্ছে। সিবিআইয়ের তলব এড়িয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল নেতা। সিবিআই কর্তারা কোনও যোগাযোগ না করলেও হাসপাতালের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়। এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিস্তারিত তথ্য জানিয়ে নিজাম প্যালেসে একটি চিঠি লেখে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই তার শারীরিক অসুস্থতার কথা জানানো হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মানিকতলা, লেক রোডে অভিযান টাস্ক ফোর্স-ইবির
গরুপাচার কাণ্ডে এই নিয়ে পাঁচবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। আগেরদিন রাতেই কলকাতা আসেন অনুব্রত। কিন্তু বুধবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে না গিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। পরে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআইকে জানায়, শারীরিক অসুস্থতার কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে যেতে পারেননি তিনি। তবে তদন্তকারীরা চাইলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে অনুব্রত মণ্ডলের খবর নেন গোয়েন্দারা। তবে অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনও তদন্তকারী কর্তাদের কারও কোনও কথা হয়নি।