আরজি করের ঘটনার প্রতিবাদে গত ৯ অগাস্ট থেকে কর্মবিরতিতে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত ৪৩ দিনে তাঁদের আন্দোলনের জেরে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। ৫ দফা দাবিতে অনড় থেকে স্বাস্থ্যভবন অভিযান করেন ডাক্তাররা। টানা অবস্থান চলে প্রায় ১০ দিন। দুই পক্ষের আলাপ আলোচনার পর জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের আন্দোলনের ভরকেন্দ্র আরজি করেও চেনা ছবি ধরা পড়ল এদিন সকাল থেকেই।
কিন্তু দিন রাত এক করে যেখানে অবস্থান চলল এতদিন, স্লোগানে শাউটিং-এ গমগম করল চত্বর। শনিবার সকালে সম্পূর্ণ অন্য চিত্র সল্টলেকের স্বাস্থ্যভবন চত্বরে। অবস্থান উঠতেই তড়িঘড়ি সাদা দেওয়ালের স্লোগানে ঢেলে দেওয়া হল নীল রঙ. রাস্তার সমস্ত গ্রাফিতি, আঁকা, দাবি দাওয়া মুছে দেওয়া হল আলকাতরা ঢেলে। গমগমে সেই চত্বর সকাল হতেই শুনশান।
উল্লেখ্য, নির্যাতিতার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারা। আরজি করে ফিরে ডাক্তাররা জানান, শনিবার থেকেই জরুরি পরিষেবায় যোগ দেবেন তাঁরা। এই আন্দোলনের সঙ্গে জড়িত অনেক মানুষ এখন বন্যাবিধ্বস্ত। তাঁদের জন্য অভয়া ক্লিনিক খোলারও ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার নির্যাতিতার বিচার চেয়ে দক্ষিণ থেকে উত্তর কলকাতা পর্যন্ত বিরাট মিছিল করে নাগরিক সমাজও।