এবার নবান্নের নিরাপত্তা বৃদ্ধিতে জোর দিল প্রশাসন। এখন থেকে নবান্নে ঢুকতে হলে পেরোতে হবে স্মার্ট গেট। স্মার্ট কার্ড দিয়ে গেট খুলে ঢুকতে হবে রাজ্যের সচিবালয়ে। দ্রুত এই পরিষেবা চালু হয়ে যাবে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, নবান্নে কর্মরত সরকারি কর্মচারীদের একটি করে স্মার্ট কার্ড (Smart Card) দেওয়া হবে। তা ব্যবহার করেই ভিতরে ঢুকতে পারবেন তাঁরা। দক্ষিণ দিকের দরজায় এই সেন্সর গেট লাগানোর কাজ প্রায় শেষ। উত্তর দিকের কাজও চলছে জোরকদমে।
নবান্নে আসা সাধারণ মানুষরা কোথায় যাবেন?
নবান্নে যাঁরা বিভিন্ন কাজে যান তাঁদের ঢোকার জন্য ভিজিটর্স গেট রয়েছে। সব সচিবালয়েই তা থাকে। ভিজিটর্স গেটে নিরাপত্তারক্ষীরা তাঁদের চেক করে, খাতায় নাম লিখে তারপর ভিতরে ঢোকার অনুমতি দেন। ফলে ভিজিটর্সদের জন্য পৃথক কার্ডের ব্যাপার নেই।