মাঠে বিশালের হাত। আর মাঠের বাইরে হাতের উপরে হাত। প্রতিবাদ কিন্তু রোখা গেল না। যে প্রতিবাদের আঁচে একদিন ফুটবলের মাঠ থেকে ফুটবলকে সরতে হয়েছিল। সেই মাঠে ফিরেই কিন্তু ফুটবলের মঞ্চ থেকেই উঠল আরজি করের জন্য বিচার। মঙ্গলবার যুবভারতীর মাঠের ভাইরাল হল বাগান সমর্থকদের টিফোতে আরজি করের জন্য বিচারের আর্জি। সমাজ মাধ্যমে এই প্রতিবাদকে এখন কুর্নিশ করছে নেটপাড়ার জনতা।
মাঠে নামার আগেই ম্যাচ জেতা হয়ে গিয়েছে। বাগান সমর্থকদের টিফোকে নিজের টাইমলাইনে শেয়ার করেছেন চিত্র পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়। এছাড়া ফেসবুকে একাধিক টাইমলাইনে ভাসছে মঙ্গল সন্ধ্যায় বাগান সমর্থকদের এই প্রতিবাদের ছবি। যার সৌজন্যে মোহনবাগান সমর্থক এবং বাম যুব সংগঠনের নেতা ময়ূখ বিশ্বাস।
ডুরান্ড সেমিফাইনালের আগে মাঠের মধ্যে টিফো নিষিদ্ধ করেছিল বিধাননগর পুলিশ। তার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ময়ূখ। মঙ্গলবার ম্যাচ শুরুর খানিক আগে বিচারপতি হরিশ ট্যান্ডন মাঠে টিফো নিয়ে ঢোকার অনুমতি দেন। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েনি এই টিফোর ছবি। কিন্তু ম্যাচ শেষ হতেই সামনে আসে মোহনবাগান গ্যালারি থেকে আরজি করের ঘটনার প্রতিবাদের এই ছবি।