"এরকম দেশে মা হতে চাইনা।" কলকাতা মেডিক্যাল কলেজের গণ কনভেনশনে হাজির হয়ে এমনই বক্তব্য রাখলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। এর আগেও চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি।
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সোহিনী সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি।
সোহিনীর অভিযোগ, পুরো ঘটনা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি আশঙ্কা করছেন, পুজো এসে যাওয়ায় ধীরে ধীরে এই আন্দোলনের ঝাঁঝ কমতে পারে। এইসঙ্গে নিজের মা হওয়া প্রসঙ্গেও মন্তব্য করেন সোহিনী।
তিনি বলেন, "আমার রিসেন্ট বিয়ে হয়েছে। আমি আমার হাসব্যান্ডকে বললাম, মা হব? কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? আমি চাই না এইরকম দেশে মা হতে।"