সোমের পর মঙ্গলেও অচলাবস্থা জারি হাইকোর্টে(Calcutta High Court)। এবার বিচারপতি রাজাশেখর মান্থাকে(Justice Rajasekhar Mantha) বয়কাটের প্রস্তাব আদালতের তৃণমূলপন্থী আইনজীবীদের(TMC Lawyers)। ওই আইনজীবীদের দাবি, আদালতে(Calcutta High Court) শান্তি বজায় রাখতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই প্রস্তাবে সায় দিয়ে বিচারপতি মান্থার এজলাস বয়কট করা শুরু হলে বহু মামলার বিচার থমকে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক আইনজীবী।
জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা এখন বিচারপতি মান্থার এজলাসে বিচারাধীন। সোমবারও তাঁর এজলাস(Justice Mantha's bench) বয়কট হওয়ায় ৪০০টি মামলার বিচার থমকে যায়। ঝামেলার জেরে ১০০টি মামলার আইনজীবীই এসে পৌঁছননি বিচারপতির এজলাসে। এর মধ্যেই ফের মঙ্গলবার আইনজীবীদের একাংশ ওই প্রস্তাব আনায় বিচারপতি মান্থার(Justice Rajasekhar Mantha) এজলাসে থাকা মামলাগুলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
সোমবার ঘটনার সূত্রপাত। এদিন রাজাশেখর মান্থার(Rajasekhar Mantha) এজলাস বয়কট ঘিরে সংঘাত কার্যত সংঘর্ষের রূপ নেয়। আদালতের ১৩ নম্বর কক্ষ বন্ধ থাকায় প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। এরপর তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা(TMC Lawyers)। দু’পক্ষের মধ্যে কাটাকাটি থেকে হাতাহাতি বেঁধে যায়। এর মধ্যেই ফের তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন।