২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি। এবার সরকারি বিজ্ঞপ্তির পর বেসরকারি স্কুলের একাংশও সেই পথেই হাঁটল। বুধবরা থেকে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষের। নার্সারি থেকে ক্লাস ফাইভে ১৫ জুন থেকে ২৪ জুন অনলাইনে ক্লাস হবে সাউথ পয়েন্ট স্কুলেও। ২৭ জুন থেকে অফলাইন ক্লাস শুরু হবে।
শহরের অন্য বেসরকারি স্কুলও অনলাইন ক্লাস শুরু করছে। ডিপিএস রুবি পার্কে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির ১৬-২৪ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। ১৬ জুন খোলার কথা ছিল শ্রী শিক্ষায়তন স্কুল। কিন্তু আপাতত অনলাইনেই ক্লাস হবে এই স্কুলে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে ২০ জুন খোলার কথা ছিল। আপাতত অনলাইনে ক্লাস হবে এখানেও।
আরও পড়ুন: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জেরা সিবিআইয়ের
এর আগে কোভিডের জন্য অনলাইনে ক্লাস শুরু করেছিল স্কুলগুলি। অত্যধিক গরমের জন্য এই বছর আগেই গরমের ছুটি ঘোষণা করে। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। এবার সরকারি স্কুলের পাশে হেঁটে গরমের ছুটি কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত বেসরকারি স্কুলের একাংশের।