যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রছাত্রীদের কাছে বেজায় প্রিয়। এমনকি অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এসেও সন্ধে হলেই ক্যাম্পাসের গ্রিণজোন, মাঠ, ওয়ার্ল্ডভিউ চত্বরে আড্ডা দিতেন। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসের ভিতর বহিরাগতদের প্রবেশ রুখতেই বিশ্ববিদ্যালয়ের গেট গুলিতে বড় বড় হরফে বিজ্ঞতি দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, 'বিনা অনুমতিতে, বা উপযুক্ত কারণ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।'
এবার রাতারাতি ওই বিজ্ঞপ্তিতেই কেউ বা কারা লেপে দিয়েছে কালো কালি। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ছাত্রদের একাংশ বিষয়টির বিরোধিতা করলেও, কালি দেওয়ার দায় কেউ নেয়নি। রবিবার লাগানো নোটিশ টিকল না একদিনও সোমবারেই তাতে পড়ল কালি।
প্রসঙ্গত, কর্তৃপক্ষের দাবি ছিল, বহিরাগতদের আনাগোনায় ক্যাম্পাস মদ এবং মাদক সেবনের আখড়া হয়ে উঠছে। গত অগাস্টে NCB ও হানা দিয়েছে যাদবপুরে। এরপর কর্তৃপক্ষ কয়েকদফা বৈঠক সারলেও কোনও কিনারা হয়নি। এরপরেই, নোটিশ লাগানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়ারিং এবং কলাবিভাগের ইউনিয়ন এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছিল। গত মাসে বিশ্ববিদ্যালয়ের এক তৃণমূল নেতা বহিরাগতর হাতে নিগৃহীত হন বলে অভিযোগ, তার পরেই আরও নড়েচড়ে বসেছিলেন কর্তৃপক্ষ।