টাকা-পয়সা নিয়ে বাবা-ছেলের বিবাদে প্রাণ গেল বৃদ্ধের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সিঁথির কেদার দাস লেনের বাসিন্দারা। বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে।
জানা গিয়েছে, মৃত উৎপল রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সোমবার রাতে মদ্যপ অবস্থায় ছেলে উদ্দীপ্ত রায় বাবার কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হাতাহাতি বাধে। তখনই বাবার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে।
আরও পড়ুন- Manik Bhattacharya's Jail Custody: জেল হেফাজতে মানিক ভট্টাচার্য, তদন্তে সাহায্য না করার অভিযোগ ইডির
রাতেই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় তাঁর। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়ই টাকার দাবিতে বাবাকে মারধর করত ওই যুবক। নেশার টাকা জোগাতেই এই হামলা বলেই মত স্থানীয়দের।