বিশ্বব্যাঙ্কের (World Bank) ঋণ নিয়ে এবার রাজনৈতিক তরজা তৃণমূল-বিজেপির। এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, "যতগুলো প্রজেক্ট চালু করেছেন, বাজেটে তার কোনও উল্লেখ নেই। যখন মনে এসেছে করেছেন। এখন চালাতে পারছেন না। ধারদেনা করতে হচ্ছে।" এরপরই দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তিনি বলেন, "বিজেপির সর্বভারতীয় সভাপতি এর অর্থ বুঝতে পারেননি। এটি রাজ্য সরকারের কৃতিত্বের স্বীকৃতি।"
এদিন সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যতগুলো প্রজেক্ট চালু করেছেন, বাজেটে তার কোনও উল্লেখ নেই। যখন মনে এসেছে করেছেন। এখন চালাতে পারছেন না। বন্ধ করতে হচ্ছে। সে জন্য ধারদেনা করে চালানো হচ্ছে।"
এদিন সৌগত রায় বলেন, "দিলীপ ঘোষ এই বিশ্বব্যাঙ্কের ঋণ দেওয়ার অর্থ বুঝতে পারেননি। রাজ্যের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ সমাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সুবিধা দিয়েছে রাজ্য। বিশ্বব্যাঙ্ক নতুন কোনও কর্মসূচির দায়িত্ব দেয়নি রাজ্যকে। এগুলো রাজ্য সরকারের কৃতিত্বের স্বীকৃতি।"
আরও পড়ুন: 'গোটা রাজ্যকে ছুটিতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী',জাতীয় ছুটি নিয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু
এদিন নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয় লেকটাউন শ্রীভূমিতে। দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়।