বলিউড গায়ক কেকে-র মৃত্যুর পর উঠছে একাধিক প্রশ্ন। কেকে-র মৃত্যুর পিছনে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে CBI তদন্ত চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে সৌমিত্র খাঁ জানান, নজরুল মঞ্চের এসি কেন কাজ করছিল না! টেকনিশিয়ানরা কোথায় ছিলেন! সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে কেকে-র। এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ।
আরও পড়ুন: সিবিআই দফতরে ববিতা সরকার, এসএসসি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ
যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুনাল ঘোষ বলেন, "যখন ওর ম্যানেজার কোনও অভিযোগ করছেন না, তখন বিজেপি নেতাদের আচরণ মেনে নেওয়া যায় না।"