রাজনীতির অলিন্দে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে সবাই ওয়াকিবহাল। তাঁর সাহিত্যজ্ঞান সবার জানা। এর বাইরেও একটা ভালবাসার জায়গা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। আর তা ছিল ক্রিকেট। একসময় তিনি ছিলেন সিপিএমের ক্যাপ্টেন। আর তাঁর দেখা সেরা অধিনায়ক ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বু্দ্ধদেব ভট্টাচার্য। এই খবরে শোকাহাত ভারতের প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, একজন খেলা পাগল মানুষ ছিলেন বুদ্ধবাবু। যখন তিনি ভারতের অধিনায়ক, সেইসময় ক্রিকেট নিয়ে তাঁর সঙ্গে বিস্তর আলোচনা করতেন বুদ্ধবাবু। সৌরভ জানিয়েছেন, সমকালীন ক্রিকেটের পাশাপাশি পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে বুদ্ধদেব ভট্টাচার্য।
তবে, ক্রিকেটের বাইরে তাঁর সঙ্গে আর কোনও আলোচনা হত না বলেও এদিন জানিয়েছেন সৌরভ। মহারাজের দাবি, রাজনীতি নিয়ে তাঁদের কোনওদিন আলোচনা হয়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে বিহ্বল বাংলার মহারাজ। তিনি জানিয়েছেন, খুব কাছের এক মানুষকে হারালেন।