বহরমপুরে তৃণমূলের পাঠান। এ যেন ব্রেট লিকে খেলার মতো। বক্তা আর কেউ নন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ইউসুফ কলকাতার হয়ে খেলেছেন। এবার বহরমপুর থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। বিষয়টা তাঁর কাছে অনেকটা ব্রেট লি-র বলে ব্যাট করার মতো।
রবিবার ব্রিগেড থেকে বহরমপুরের প্রার্থী হিসাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লেখার কাজ। জেলার তৃণমূল নেতা কর্মীরা জানিয়েছেন, অধীরের উইকেট ফেলতে এবার তাঁরা বদ্ধ পরিকর।
জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বহরমপুর যাবে ইউসুফ। শুরু করবেন প্রচারের কাজ। পাঁচ বছর আগে এই কেন্দ্রে প্রায় আশি হাজার ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী। হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী অপূর্ব চট্টোপাধ্যায়কে।