ফের একই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও শাহরুখ খান (Shah Rukh Khan)। শেষবার কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন তিক্ত অভিজ্ঞতা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) সৌজন্যে সাক্ষাৎ। মঞ্চে শাহরুখকে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ। তাঁর আগামী ছবির জন্য প্রার্থনাও করলেন।
গোটা দেশের কাছে দাদা। আর বাংলায় মহারাজ। বিসিসিআই-এ তিন বছর প্রেসিডেন্ট থাকাকালীন অধিকাংশ সময় কেটেছে মুম্বইয়ে। শাহরুখের সঙ্গে এদিন দেখা হতেই জড়িয়ে ধরেন দুজন দুজনকে। সামনের বছর একাধিক ছবি রিলিস। সৌরভ জানান, "আমি জানি শাহরুখ বিরাটভাবে কামব্যাক করবে। সামনের বছর ভিন্ন চরিত্রে দেখা যাবে। সকলে অপেক্ষায় থাকব।"
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে শাহরুখ খান, 'পাঠান'-এর প্রচারে হাজির থাকবেন স্টুডিওতে
এদিন উৎসবে আসতে একটু দেরি হয়ে যায় শাহরুখ খানের। কিন্তু না আসা পর্যন্ত অনুষ্ঠানের উদ্বোধন হয়নি। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ। শাহরুখ, অমিতাভ, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন।